কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শি¶কবহনকারী একটি কোস্টারের (মিনিবাস) সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের অন্তত ৮জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন শি¶ক ও কোস্টারের চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে শি¶কদের নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিল একটি কোস্টার। এগারোমাইলের কাছে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কোস্টারের সংঘর্ষ হয়। এতে চালকসহ কোস্টারে থাকা ৮জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭/৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শি¶ক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে চিকিৎসা দিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে।