• আপডেট টাইম : 12/08/2025 12:01 PM
  • 119 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১২ আগস্ট মঙ্গলবার সকালে রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম গণমাধ্যশকে জানান, গত এক মাসের বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...