• আপডেট টাইম : 18/11/2025 07:10 PM
  • 80 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com
 
আশুলিয়ায় একটি চলন্ত শ্রমিক পরিবহনকারী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় সম্ভার ফিলিং স্টেশনের সামনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামে চলন্ত বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
 
বাসের চালক ও মালিক বলেন, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বাসটি ডিইপিজেডের দুই পোশাক কারখানার শ্রমিকদের নিতে যায়। নতুন ডিইপিজেড সংলগ্ন সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের পেছনের সিটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বাসটি সড়কে থামিয়ে চালক পুলিশের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...