• আপডেট টাইম : 30/07/2025 08:22 PM
  • 173 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

অত্যাধুনিক পোশাক কারখানা স্থাপনে বিইপিজেডের সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড। এই কারখানায় ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানটি।

৩০ জুলাই বুধবার ঢাকার বিইপিজেড কমপ্লেক্সে বিইপিজেডের ইনভেস্টমেন্ট প্রমোশন মেম্বার মো. আশরাফুল কবির এবং হানডা বাংলাদেশের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


চুক্তি সই অনুষ্ঠানে বিইপিজেডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, হানডা গ্রুপের চেয়ারম্যান হান চুন এবং বিইপিজেডা ও হানডা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...