• আপডেট টাইম : 26/07/2025 09:15 PM
  • 162 বার পঠিত
  • শরীফুল ইসলাম
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দূর্ঘটনায় ৯জনের মর্মান্তিক মৃত্যুতে সর্বত্র বিরাজ করছে শোকের ছায়া। আপনজন ও স্বজন হারানোর ব্যাথা ভুলতে না পারায় নিহত পরিবারের সদস্য ও স্বজনদের কান্না থামছে না। তাদের কান্না ও আহাজারিতে দৌলতপুরের ধর্মদহ ও সাদীপুর গ্রামের সাধারণ মানুষও শোকে বিহবল হয়ে পড়েছেন।

এদিকে নিহতদের আত্মার শান্তি কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা দৌলতপুরের প্রায় সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

২১ জুলাই সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশি¶ণ বিমান বিধ্বস্তে রজনী ইসলাম (৩৬) নামে এক গৃহবধু ও অভিভাবকের মৃত্যু হয়। রজনী ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসার কারনে জহুরুল ইসলাম তার পরিবার নিয়ে ঢাকার উত্তরায় থাকেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে এস এম রুবাই ইসলাম (১৭) এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। অপর ছেলে এস এম রোহান ইসলাম (১২) উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী এবং ছোট মেয়ে এস এম ঝুমঝুম ইসলাম (১০) একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেনীতে পড়ে। মেয়ে ঝুমঝুমকে আনতেই সেদিন দুপুরে স্কুলে গিয়েছিলেন রজনী ইসলাম। ঝুমঝুম স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুল ক্যাম্পাসের বাইরে রাখা তাদের প্রাইভেট কারের কাছে চলে আসায় দূর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে যায়। মা রজনী ইসলাম স্কুল ক্যাম্পাসে গিয়ে মেয়েকে না পেয়ে ফেরার সময় আছড়েপড়া বিধ্বস্ত বিমানের লোহার টুকরোর অঘাতে রজনী ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হযে মারা যান। তবে অসুস্থ থাকার কারনে ঘটনার দিন ছেলে এস এম রোহান ইসলাম স্কুলে না যাওয়া দূর্ঘটনা থেকে সেও বেঁচে যায়।

মায়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে সন্তানেরা। এমন অস্বাভাবিক মৃত্যু সবকিছু এলোমেলো করে দিয়েছে বলে জানিয়েছেন নিহত রজনীর স্বামী জহুরুল ইসলাম। সন্তানদের মুখের দিকে সে তাকাতে পারছেন না। কষ্ট চাপা রেখে সন্তানদের শান্তনা দিতে গিয়েও তাদের মুখের দিকে চেয়ে নিজেই ধরে রাখতে পারছেন না কান্না। এমন ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে বলে কান্না জড়িত কন্ঠে জানিয়েছেন জহুরুল ইসলাম।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন দূর্ঘটনার রেস কাটতে না কাটতেই বুধবার সকালে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ ৮জনের মর্মান্তিক মৃত্যু হয়। একই পরিবারের ৭জনের মধ্যে ৫জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে এবং ২জনের বাড়ি পাশর্^বতী গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। দূর্ঘটনার শিকার মাইক্রোবাসের চালকের বাড়িও সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে। একসাথে ৮জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে রয়েছে পুরো ধর্মদহ গ্রাম। নিহতদের পরিবার ও স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ এখনও ভারী হয়ে রয়েছে। ধর্মদহ গ্রামের ঘরে ঘরে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবার ও স্বজনদের কান্না এবং আহাজারিতে দৌলতপুরের সর্বত্র বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় পাশাপাশি ৪টি কবরে একই পরিবারের ৪জনকে সমাহিত করার মধ্যদিয়ে দূর্ঘটনায় নিহত ৮জনের দাফন পর্যায়ক্রমে সম্পন্ন হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম তার ছেলের অসুস্থ বৌকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। মাইক্রোবাসে যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় একই পরিবারের সদস্যদের বহনকরা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ৮জনই নিহত হ’ন।

নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, ছোটবোন রওশনারা আক্তার ইতি, চাচতো বোন আনোয়ারা খাতুন, চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আন্নি, শাশুড়ী আঞ্জুমান আরা খাতুন ও শ্যালিকা সীমা আক্তার এবং মাইক্রোবাসের চালক শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

পর পর এমন দু’টি দূর্ঘটনায় ৯জনের মৃত্যু দৌলতপুরবাসীকে নাড়া দিয়েছে। এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে সবার। নিহতদের আত্মার শান্তি কামনায় আজ বাদ জুম্মা দৌলতপুর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম হাফেজ মাও. মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...