টঙ্গীর শ্রমঘন এলাকায় তৈরী পোশাক শিল্পের যুবা ট্রেড ইউনিয়ন সংগঠকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশগত ও সামাজিক মানদণ্ড বিষয়ে তৈরী পোশাক শিল্পের যুবা ট্রেড ইউনিয়ন সংগঠকদের প্ল্যাটফর্ম গ্রিন সোশ্যাল নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়।
১৭ জুলাই বৃহস্পতিবার টঙ্গীর মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউটে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই) এর সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে এ কর্ম শালা অনুষ্ঠিত হয়।
বিলস উপদেষ্টা পরিষদের সদস্য নইমুল আহসান জুয়েল প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক পরামর্শদাতা মার্কাস ডেভিস সম্মানিত অতিথি হিসেবে অধিবেশনে বক্তব্য রাখেন।
বিলস নির্বাহী পরিষদের সম্পাদক এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
বিলসের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. ইউসুফ আল-মামুন প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
অন্যান্যদের মধ্যে, কানাডিয়ান ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই) সমন্বয়কারী সামিয়া করিম, প্রশিক্ষক আহসান হাবিব বুলবুল, প্রকল্প কর্মকর্তা জাকিয়া বেগম নীলিমা এবং প্রথম প্রশিক্ষণ ব্যাচের টিম লিডাররা অধিবেশনে উপস্থিত ছিলেন।
মার্কাস ডেভিস আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণার্থীরা বর্তমান প্রকল্প থেকে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে পোশাক কারখানার শ্রমিক এবং স্থানীয় জনসমষ্টির সদস্যদের তাদের সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করার জন্য সরকার, স্থানীয় সরকার এবং মালিকদের কাছে দাবি তুলে ধরতে সক্ষম হবেন।
প্রশিক্ষণে দলগত কাজের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেন যা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, রাসায়নিক ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ হ্রাস, জাতীয় ও আন্তর্জাতিক মান ও আইন, পরিবেশের ক্ষতিকারক প্রভাব দূর করার উপায়, গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, অ্যাডভোকেসি এবং প্রচারণা পদ্ধতির মতো প্রাসঙ্গিক বিষয়গুলিকে তুলে ধরে।
আশা করা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে, গ্রিন সোশ্যাল নেটওয়ার্কের নতুন সদস্যরা পোশাক শিল্পের কারণে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলির বিষয়ে দক্ষ হয়ে উঠবেন।