• আপডেট টাইম : 02/05/2025 04:31 PM
  • 249 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর বনানীতে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ার পর ট্রাকের চাপায় মো. হানিফ মিয়া (৪৪) নামের এক পোশাক শ্রমিকদের মৃত্যু হয়েছে।

০ ১ মেবৃহস্পতিবার দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে বনানীতে মাছরাঙ্গা টেলিভিশনের অফিসের সামনে রাস্তার ওপর থেকে রাত সোয়া ১টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত হানিফ মিয়া একটি ভ্যানের পেছনে বসা ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। পরে অন্য আরেকটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক প্রাইভেট কার ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


হানিফ মিয়া কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার সন্তান। বর্তমানে মিরপুরে ১২ এলাকার কালশী রোডে স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...