• আপডেট টাইম : 26/02/2025 05:26 PM
  • 366 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদকর, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে রানার জাতের স্কোয়াশ চাষ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। একেকটি গাছেই প্রায় ১৫ থেকে ২০টি করে স্কোয়াশ পাচ্ছেন তারা। গত বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এবছরও স্কোয়াশ চাষ করেছেন অনেকেই। লাভের মুখও দেখছেন তারা। শীতকালীন এই সবজি চাষে প্রনোদনা সহ কারিগরি সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ।

জেলার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষা আদাবাড়িয়া ইউয়িনের গরুড়া গ্রামের কৃষক এনামুল হক এবার ১৫ কাঠা জমিতে চাষ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশী সবজি স্কোয়াশ। গত বছর ৭ কাঠা জমিতে চাষ করে ভালো দাম ও উচ্চ ফলন পেয়ে এবার চাষ বাড়িয়েছেন তিনি। প্রতিটি গাছেই ধরেছে পর্যাপ্ত স্কোয়াশ। তবে এ বছর দাম কিছুটা কম হলেও লাভ হচ্ছে বলে জানিয়েছেন কৃষক এনামুল হক। কম খরচে ও অল্প সময়ে এর চাষ করে লক্ষাধিক টাকা আয় হওয়ার আশা করছেন তিনি।

কৃষক এনামুলের দেখাদেখি একই এলাকার আরো কয়েকজন কৃষক এবার স্কোয়াশ চাষ করেছেন। তাদের জমিতেও ভাল ফলন হয়েছে। অন্যান্য শীতকালীন সবজির দাম কমলেও প্রতিকেজি স্কোয়াশ ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। একটি স্কোয়াশ ৪০০ গ্রাম থেকে ১কেজির বেশি ওজন হচ্ছে বলে জানিয়েছেন তারা।


স্কোয়াশ চাষে কৃষকদের প্রশিক্ষণসহ কারিগরি সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগ। ফলে দৌলতপুরে প্রতিবছরই বাড়ছে স্কোয়াশের চাষ এমনটি জানিয়েছেন গড়–ড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুর হক ও দৌলতপুর অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।


যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় পুষ্টিগুন সমৃদ্ধ বিদেশী সবজি স্কোয়াশ চাষ শুরু হয়েছে। স্কোয়াশ চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ এমনটি জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উ-পরিচালক সুফী মো. রফিকুজ্জামান।

বানিজ্যেক ভাবে স্কোয়াশের চাষ বৃদ্ধি পেলে কৃষকরা আর্থিকভাবে সমৃদ্ধ হবেন, সেইসাথে মিটবে পুষ্টির চাহিদাও।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...