কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যায়ের বাস উল্টে ১৩জন শিক্ষার্থী আহত হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় একটি বাস মহাসড়ক থেকে ছিটকে পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে বাসে থাকা ইসলামী বিশ^বিদ্যালয়ের অন্তত ১৩জন শিক্ষার্থী আহত হয়।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছেন। ২৫ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আহতদের মধ্যে ৬জনকে ভর্তি করা হয়েছে। বাঁকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান জানান, শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধানক্ষেতে পড়ে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বাস (নিয়মিত ভাড়া করা বাস) ক্যাম্পাসে যাচ্ছিল। বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের ডানপাশে উল্টে ধানক্ষেতে পড়ে যায়। ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিলেন। উল্টে যাবার পর বাসে থাকা ১৩ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান।
আহত শিক্ষার্থীরা জানান, বাসটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ ডানদিকে বেকে বাসটি ধানক্ষেতে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব শিক্ষার্থীই কম বেশি আঘাত পান। আবার অনেকে ধানক্ষেতে থাকা কাদায় পড়ে যান।