লালমনিরহাটে ২৮ মামলার আসামি ও জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও এএসএম শামসুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
১২ ফেব্রুয়ারি বুধবার রাতে তাঁকে প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।
গ্রেপ্তার সেলিম হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বড়খাতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তিনি মেসার্স এমএসএম ব্রিকস্ নামে একটি ইট ভাটার পরিচালক বলেও জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার ডিবির ওসি সাদ আহম্মেদের নেতৃত্বে একটি দল তাঁকে শহরের সরকারি কলেজ গেটের সামনে থেকে গ্রেপ্তার করেন । পরে রাতে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, গ্রেপ্তার এএসএম শামসুজ্জামান সেলিম ৩ টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তিনি আরও ২৫টি মামলার আসামি। তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত মামলার ৩ টি ওয়ারেন্টসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে।