কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ার ম্যান জামিরুলই সলামবাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করাহয়েছে পুলিশতা নিশ্চিতকরেননি।
শনিবার ভীররাতে পজেলার রিফাইত পুরগ্রামেরনিজবাড়ি থেকে তাকে গ্রেফতারকরা হয়। জামিরু লইসলাম বাবুরিফাইতপুরইউনিয়নেরসাবেক চেয়ারম্যানছিলেন।
পুলিশ ও স্থানীয়রাজানায়,০৮ ফেব্রয়ারী শনিবারগভীররাতেপুলিশঅভিযানচালিয়েনিজবাড়ি থেকে রিফাইতপুরইউনিয়নেরসাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাজামিরুলইসলামবাবুকে গ্রেফতারকরাহয়েছে।
সাবেক চেয়ারম্যান গ্রেফতারেরবিষয়ে দৌলতপুর থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. নাজমুলহুদাবলেন, জামিরুলইসলামবাবুকে গ্রেফতারকরাহয়েছে।আজ রোববার দুপুরেতাকেআদালতে সোপর্দ করাহয়েছে।তবেকোনমামলায়তাকেগ্রেফতারকরাহয়েছেতানিশ্চিতকরেননিতিনি।