• আপডেট টাইম : 07/02/2025 08:10 PM
  • 44 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শহীদ সোহরোয়ার্দী (৩৫) ও গোলাম রব্বানীকে (২৬) আটক করেছে সেনাবাহিনী।

৭ ফেব্রয়ারী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

আটক শহীদ সোহরোয়ার্দী (৩৫) উপজেলার ভোটমারী এলাকার আতাউর রহমানের ছেলে এবং গোলাম রব্বানী (২৬) একই উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুসরত এলাকার আজিজুল ইসলামের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভোটমারী এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সে সময় শহীদের অফিস থেকে ছুরি, চাইনিজ কুড়াল, তলোয়ারসহ দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন তারা। পরে রাত আনুমানিক ১২টার পর তাদেরকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...