স্থায়ী চিমনি স্থাপন না করে ইটভাটা চালাবেন না-এমন মুচলেকা দেয়ার একদিন পরেই ফের নিষিদ্ধ ড্রাম চিমনি’র ইটভাটা চালু করেছিলেন ৪ জন মালিক। তবে সে প্রচেষ্টায় ব্যর্থ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ওই ৪টি ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল অংকের অর্থ জরিমানা করা হয়েছে।
০২ ফেব্রয়ারি রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এমএসকে-১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালায় প্রশাসন।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমূখ।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর আগে গত ৮ জান্য়ুারি বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে ওই ৪ ভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ড্রাম চিমনিও ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতে স্থায়ী চিমনি ও বৈধ কাগজপত্র ছাড়া ভাটা পরিচালনা করবেনা এমন মুসলেকাও দেন ভাটা মালিকরা।
কিন্তু পরদিন ৯ জান্য়ুারি ফের ভাটার কার্যক্রম শুরু করেন মালিকরা।