লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সোহাগ মিয়াকে ৭ জানুয়ারি মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানিক দল।
৮ জানুয়ারি বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসামি সোহাগ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক,মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
আসামি সোহাগ মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মোমিন আলির ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি সকাল আনুমানিক ৯ টার সময় আসামি সোহাগ মিয়া ও তার অপর ২ সহযোগী ভুক্তভোগীকে তার চাচার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিজের মাছের প্রজেক্টে নিয়ে যায়। সেখানে একটি টিনের ঘরে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওইদিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ভুক্তভোগীকে তার বাবার বসতবাড়ীর সামনে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। অতঃপর ভুক্তভোগী সুস্থ হলে কালীগঞ্জ থানায় সোহাগ মিয়া ও অজ্ঞাতনামা অপর ২ ব্যক্তিকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনাটি ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। যার ফলে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে গ্রেফতারের তৎপরতা শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকা থেকে আসামি সোহাগ মিয়াকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়।
ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত ওই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট