• আপডেট টাইম : 06/01/2025 05:31 PM
  • 57 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।০ ৫জানুয়ারী রোববার রাত ৯টায় মিরপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ইয়াবার সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসপি’র নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার ৫ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া মাদক ইয়াবা ট্যাবলেট ধ্বংশ করার জন্য ব্যাটায়িলন দপ্তরের ষ্টোরে জমা রাখা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি উল্লেখ করেছে বিজিবি। এ ঘটনায় মিরপুর থানায় একটি জিডি করেছে বিজিবি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...