লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতার আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনের সঙ্গে ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। বিষয়টিকে আমলে নিয়ে আরিফ হাসান জজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
৪ জানুয়ারি শনিবার ওই নেতার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ।বহিষ্কৃত আরিফ হাসান জজ পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য বলে জানা গেছে।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজ এর ভাইরাল হওয়া কল রেকর্ডে কমিজ উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি শোনা যায়।
এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরণের উসকানিমূলক কথাবার্তা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়।
এসব কারণে তাকে শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব শপিকার রহমানের নির্দেশক্রমে দল থেকে বহিষ্কার করা হয়।
পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শপিকার রহমান জানান, আরিফ হাসান জজ এর সঙ্গে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তির দায় কখনো দল নেবে না।
এ বিষয়ে বহিষ্কৃত বিএনপি নেতা আরিফ হাসান জজ জানান, তিনি ওই ব্যক্তির কাছে টাকা পান। তাই বিভিন্ন উপায়ে টাকা তোলার চেষ্টা করেছেন।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট