লালমনিরহাট সদর থানা এলাকায় পৃথক স্থানে চেকপোস্ট পরিচালনা করে ৫১ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।৫ জানুয়ারি রবিবার জেলা পুলিশের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।
ওই ফেসবুক পোস্টে জানানো হয়, লালমনিরহাট পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলাস্থ লালমনিরহাট সদর থানা এলাকায় পৃথক পৃথক স্থানে চেক পোস্ট পরিচালনা করে মোট ৫১ বোতল ফেনসিডিলসহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট