• আপডেট টাইম : 06/01/2025 05:04 PM
  • 16 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র সৌমিক নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে সাদিক আমিন সৌমিক জোয়ার্দ্দার (২০) নামে ওই কলেজ শিক্ষার্থীেেক।

০৪ জানুয়ারীশনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত ২০২৪ সালের ৪ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হোন সৌমিক। সৌমিক জোয়ার্দ্দার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের একমাত্র ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, সৌমিক সহ ৩বন্ধু বিকেলে মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু আহত হয়।

এরমধ্যে সৌমিকের অবস্থা আশংকাজনক হাওয়ায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর আজ শনিবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার বিকেলে জানাযা শেষে তাকে ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়। সৌমিকের মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...