• আপডেট টাইম : 04/01/2025 09:00 PM
  • 18 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ০ ৩ জানুয়ারী শুক্রবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুল বাড়িতে উপস্থিত ছিলেন না।

উদ্ধার হওয়া অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...