বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং সাধারণ সম্পাদক রজত বিশ^াস। এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় শোক সন্তোপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, গত শুক্রবার (৩ জানুয়ারী) দুপুরে নিজ বাসভবমৃত্যুবরণ করেন শ্রমিক আন্দোলনের বয়োজ্যেষ্ঠ এই শ্রমিকনেতা। জানা যায়, ১৯৬৪ সালে বাওয়ানী জুটমিলে শ্রমিক হিসেবে যোগদান করেন শহীদুল্লাহ চৌধুরী। পরবর্তীতে তিনি জুটমিলসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব প্রদান করেন। তিনি দীর্ঘদিন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমš^য়কের দায়িত্ব পালনসহ অন্যতম নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করেন।
বার্তা প্রেরক,
প্রকাশ দত্ত
যুগ্ম-সম্পাদক