লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনিতে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় মারা যান অজ্ঞাত এক ব্যক্তি।
পরিচয় নিশ্চিত হতে না পারায় এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ইউপি সদস্যের সহায়তার ৩ জানুয়ারি শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহ দাফন করে কালীগঞ্জ থানা পুলিশ।
অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তুষভান্ডার রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নিজাম উদ্দিন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নিজাম উদ্দিন জানান, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক সংবাদমাধ্যমকে জানান, যেহেতু ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাই স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সহযোগিতায় শুক্রবার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট