• আপডেট টাইম : 18/12/2024 08:33 PM
  • 60 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর রামপুরা থানা এলাকার ডিআইটি রোডে মিয়া গার্মেন্টসের একটি কক্ষ থেকে মোছা. শিউলি আক্তার (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিউলি আক্তারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে ঢামেকের মর্গে।

 

রামপুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ৪৭৫/ই ডিআইটি রোড মালিবাগে চতুর্থ তলার মিয়া গার্মেন্টসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিউলি আক্তারের মরদেহ উদ্ধার করি। তার গলায় ওড়না পেঁচানো ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিহতের ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, আমার বোন প্রায় ২৫ বছর ধরে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। সে তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে মিয়া গার্মেন্টসে কাজ করেছে। তার সঙ্গে টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। গতরাতে তাকে গার্মেন্টসে ডেকে নিয়ে যান তুহিন। দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শিউলিকে মারধর করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে এবং পালিয়ে যায়।

 

শিউলি আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।
সুত্র জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...