লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথি রানি নামে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার ঘটা ওই দুর্ঘটনায় শিশু তিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।
নিহত তিথি রানি ঢাকাইয়াটারী এলাকার বিষ্ণু রায়ের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু তিথির বাবা স্ত্রী-সন্তান নিয়ে নিজের অটোরিকশা চালিয়ে বাড়ির পাশের রাস্তা থেকে লালমনিরহাট থেকে চাপারহাটগামী আঞ্চলিক সড়কে প্রবেশ করে।
সে সময় চাপারহাটগামী একটি নসিমন তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে শিশু তিথি রানি নসিমনের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে নিহতের বাবা-মা আঘাতপ্রাপ্ত হয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট