লালমনিরহাটে জাতিসংঘের 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যের আলোকে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ৩ ডিসেম্বর মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভা ও সদরের ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
সরকারি শিশু পরিবার লালমনিরহাটের উপ তত্ত্বাবধায়ক মোছা: হাওয়া খাতুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা: আশরাফুল আলম, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা: বারিউল ইসলাম,ক্যাব সভাপতি অ্যাড. একেএম শামসুল হক, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা সমন্বয়কারী এনামুল হক টিপু, বেসরকারি সংস্থা পরশী’র পরিচালক এম সাইদুল হক প্রমুখ।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতে আরও ৪৭ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হবে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট