• আপডেট টাইম : 02/12/2024 07:53 PM
  • 44 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে একটি ধাতব বস্তু পান কৃষক লেবু মিয়া (২৫)। এরপর সেটিকে গুপ্তধন ভেবে নিজের কাছেই সংরক্ষণ করেন তিনি। অতঃপর তার ভুল ভাঙে আর তিনি বুঝতে পারেন যে আসলে বস্তুটি কোনো গুপ্তধন নয়, বরং একটি পরিত্যক্ত গ্রেনেড! বিষয়টি জানার পর তিনি ওই গ্রেনেডটি বিজিবি মারফত পুলিশের কাছে হস্তান্তর করেন।


২ ডিসেম্বর সোমবার পরিত্যক্ত ওই গ্রেনেড প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার।

লেবু মিয়া পেশায় একজন কৃষক। তিনি উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, আনুমানিক এক মাস পূর্বে বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান কৃষক লেবু মিয়া।


প্রথমে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে আঘাত করাসহ বিভিন্নভাবে সেটিকে ভাঙার চেষ্টা করেন। কিন্তু রোববার রাতে তিনি ধারণা করেন যে এটি গুপ্তধন নয় বরং পুরোনো কোনো গ্রেনেড হতে পারে। পরে তিনি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পের কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর বিজিবি'র ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান পুলিশকে জানালে গ্রেনেডটি উদ্ধার করে থানায় আনা হয়।

এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় ধরা যায়। পরিত্যক্ত গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...