কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বরবৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন, জোনাল অফিসার মির্জা কে ই তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমš^য়ক সিরাজঞ্জ কলেজর ছাত্র মো. সজল, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র রকি, তানভির ও ইশতিয়াক। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মরণসভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমš^য়কদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান।
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।