• আপডেট টাইম : 28/11/2024 04:41 PM
  • 21 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটে বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহ পরবর্তী চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা।

২৭ নভেম্বর বুধবার দুপুরে জেলা শহরের মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-স্বজন ও সন্তানরা অংশ নেন।

তৎকালীন বিডিআর এর চাকুরিচ্যুত সিপাহী মনির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিপাহী সাইফুল ইসলা ও সিপাহী নুরুজ্জামান আহমেদ।

মানববন্ধনে বক্তারা জানান, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের সবথেকে বর্বরোচিত যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে। সে সময় ঘটনাটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছিল।

বিদেশি অপশক্তির সহযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করেন। ষড়যন্ত্রমূলকভাবে বিডিআর জওয়ানদের ওপর কলঙ্কের কালিমা লাগিয়ে দেন।

ফলশ্রুতিতে প্রায় ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। এছাড়াও যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...