• আপডেট টাইম : 28/11/2024 04:36 PM
  • 19 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে।

২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম প্রধানের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে এ হামলা ও লুটের ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সুত্রে জানাগেছে, আলীনগর গ্রামে বিল্লাল হোসেন ও একই এলাকার শওকত মন্ডলের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়।

এ সময় বিল্লাল হোসেন বাধা দিলে তাকে ও তার বড় বোন সুফিয়া খাতুনকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে হামলাকারীরা বাড়িঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ ৬৫ হাজার ৫০০ টাকা লুট করে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় বিল্লাল হোসেন (৫৬) ও সুফিয়া খাতুন (৬৫) কে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন।

হামলার ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে আলীনগর গ্রামের সিরাজ উদ্দিন (৬০), শওকত মন্ডল (৫৫), সুজন (২৬), আনোয়ার হোসেন (৫৫), ¯^পন (২৩), পিয়াস (২৩), লিটন (১৮) ও শামীম (২৭) এর নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...