ঢাকা মহানগরে ব্যাটারিচালিত যানবাহন চলাচলে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, আধুনিকায়ন করে লাইসেন্স ও রুট পারমিট দেয়ার দাবিতে ‘রিকশা-ভ্যান-অটো রিকশা-ইজিবাহক শ্রমিক ফেডারেশন’, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী।
সমাবেশ পরিচালনা করেন সূত্রাপুর-গেন্ডারিয়া অঞ্চলের শ্রমিক নেতা মানিক মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন ডা: হারুনার রশিদ, মিরপুরের অটো রিকশা শ্রমিক নেতা রাশেদ শাহরিয়ার, উত্তরার শ্রমিক নেতা রাজু আহমেদ, আবু বক্কর, শামীমসহ বিভিন্ন অঞ্চলের অটো রিকশা চালকরা। সমাবেশে বাসাবো, গেন্ডারিয়া, সূত্রাপুর, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন অঞ্চলের অটো চালক ও গ্যারেজ মালিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মহামান্য হাইকোর্ট সম্প্রতি ঢাকা মহানগরে ব্যাটারিচালিত যানবাহন বন্ধের যে আদেশ দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত ও অমানবিক। ঢাকার মহানগরে প্রায় ১০ লক্ষাধিক অটো রিকশা চলাচল করে।
এসব লোকের কর্মসংস্থানের কোন বিকল্প ব্যবস্থা না করে এবং শহরের নাগরিকের চলাচলের জন্য গণপরিবহন ব্যবস্থা গড়ে না তুলে একদিকে লক্ষ লক্ষ অটো চালকদের কর্মহীন করা ও অন্যদিকে শহরের নাগরিকদের সুলভ ও কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা বিঘ্ন ঘটিয়েছে। অতীতের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের জনগণের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করেনি। শ্রমিকরা জীবন দিয়ে সরকারের পতন ঘটিয়েছে। আশা করেছিল, তারা কর্মসংস্থানের সুযোগ পাবে।
কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও দেশের কোটি কোটি বেকারদের কাজের কোন পরিকল্পনা হাজির করতে পারেনি। এমতাবস্থায়, রিকশা চালক ও মালিকরা নিজেরা বিভিন্ন এনজিও, মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে অটো রিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন।
আধুনিক এইযুগে যেখানে মানুষ বিমান, ট্রেন, বড় বড় জাহাজ চালাচ্ছে বিজ্ঞান—প্রযুক্তির সহায়তায়, চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখে সেখানে কেন এখনো আমাদের দেশের রিকশা চালকেরা শরীরের ঘাম ঝরিয়ে পায়ের রিকশা চালাবে?
বক্তারা অটো রিকশার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন— যেমন যে কেউ বাসার গলি থেকে বেরোলে সহজেই কম খরচে অটো রিকশার সহায়তায় তার গন্তব্যস্থলে পেঁৗছাতে পারে। গত কয়েকদিন অটো রিকশা বন্ধের ফলে স্কুল গামী ছাত্র, চাকরিজীবী ও সাধারণ জনগণ চরম দূর্ভোগে পড়েছে। সকলকে দীর্ঘক্ষণ পায়ে হেটে কাজে যেতে হয়েছে।
ফলে বক্তারা অবিলম্বে মহামান্য হাইকোর্ট এর আদেশ প্রত্যাহার, অটো রিকশা আধুনিকায়ন করে লাইসেন্স ও রুট পারমিট প্রদানের জোর দাবি জানান। অন্যথায়, রিকশা চালকদের সংগঠিত করে ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন ও দূর্বার লাগাতার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বার্তা প্রেরক
রাজু আহমেদ