রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কর্তৃক প্রকাশিত ‘বিচারহীনতার ১২ বছর; তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ শীর্ষক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার ২২ নভেম্বর সকাল ১১টায় এ সংকলনের মোড়ক উন্মোচন করেন তাজরীনে নিহত শ্রমিক শাহ আলমের মা সাহারা খাতুন এবং নিহত শ্রমিক হেনা আক্তারের মা রোকেয়া খাতুন।
আগামী ২৪ নভেম্বর তাজরীনে আগুনে পুড়িয়ে শতাধিক শ্রমিক হত্যা ও বিচারহীনতার ১২ বছর হতে চলেছে। এতো দীর্ঘ সময় যাওয়ার পরও শাস্তির আওতায় আসেনি দোষীরা, কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি ক্ষতিপূরণের আইনে, শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরিও নিশ্চিত হয়নি।
আহত শ্রমিকদের পুনর্বাসনেরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই বিচারহীনতার প্রেক্ষাপটে অন্যান্য প্রতিবাদী কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি প্রকাশ করেছে এই সংকলনটি।
মোড়ক উন্মোচনের আলোচনায় তাজরীন কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ অপরাপর দোষীদের যথাযথ বিচারের আওতায় আনা, ক্ষতিপূরণ আইনে যথাযথ পরিবর্তন/সংশোধন করা, এবং তাজরীনে ঘটনায় আহত শ্রমিকদের কার্যকর পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।
‘বিচারহীনতার ১২ বছর, তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ শিরোনামের সংকলনে বিগত ১২ বছরে বিচারহীনতার প্রতিবাদে লেখা কবিতা, গান, নিবন্ধ, নাটক ইত্যাদি সংকলিত হয়েছে। যাদের লেখালেখি সংকলিত হয়েছে তাদের মধ্যে আছেন অরূপ রাহী, আনু মুহাম্মদ, উদিসা ইসলাম, কফিল আহমেদ, ফারুক ওয়াসিফ, সাখাওয়াত টিপু প্রমুখ।
সুত্র বাংলানিউজ