• আপডেট টাইম : 20/11/2024 06:46 PM
  • 61 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর থানার দায়ের করা মা ও শিশু হত্যা মামলায় ৩ চোরের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
২০ নভেম্বরবুধবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ম এর বিচারক সোহানী পূষণ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের জোয়ার্দ্দারপাড়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে মো. হানিফ মোল্লা ৩২ পাশর্^বর্তী সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মন্ডলের ছেলে আলী আকবর ৩২ ও মৃত. শহিদুল মন্ডলের ছেলে লালচাঁদ মন্ডল (৩২)। এরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৭ থেকে ১৮ নভেম্বর গভীর রাতে চুরির উদ্দেশ্যে একদল চোর দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের প্রাচীর বেষ্টিত মানিক মিয়ার বাড়িতে প্রবেশ করে। এসময় মানিক মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮) এর ঘুম ভেঙ্গে চোরদের দেখে ফেলায় তারা গৃহবধু ছানোয়ারা বেগমের গলায় ফাঁস দিয়ে হত্যা করে। মা’কে হত্যার দৃশ্য দেখে ফেলায় শিশু সন্তান রাজ (৮) কেও গলায় ফাঁস দিয়ে
শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে মা-ছেলের লাশ ফেলে রেখে চোরেরা পালিয়ে যায়। হত্যার ঘটনায় নিহতের কন্যা উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী মোছা. পারভীনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার ৩ জনের বিরুদ্ধে চুরি সংঘঠিত ও হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম জানান, কুষ্টিয়ার দৌলতপুর থানার মা ও শিশু হত্যা মামলায় জড়িত আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগস্বা ক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় ৩ আসামী যথাক্রমে হানিফ, আলী আকবর ও লালচাঁদ কে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।

একইসাথে আসামীদের প্রত্যেকের পৃথক ভাবে ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশও দিয়েছেন আদালত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...