• আপডেট টাইম : 13/11/2024 05:13 PM
  • 32 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেন নামের এক কৃষকের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

১২ নভেম্বর মঙ্গলবার সকালে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয় নাই।
পুলিশ সূত্রে জানা যায়, বিগত ১০ থেকে ১৫ দিন আগে কৃষক শাহীন তার সুপারি বাগানে গোবর সারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে একটি বিষ্ণুমূর্তি দেখতে পান।

বিষ্ণুমূর্তিটি অনেক মূল্যবান পাথর ভেবে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লালমনিরহাট থানা পুলিশ মঙ্গলবার সকালে শাহিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযানের সময় শাহিন বাড়িতে ছিল না। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, উদ্ধার করার পর বিষ্ণুমূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষ্ণুমূর্তিটির মূল্য কত হতে পারে এ ব্যাপারে তার ধারণা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...