জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর দ্বিতীয় কনভেনশন ২০২৪।
২০ অক্টোবর রোববার নিউইয়র্কের উডসাইড কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মী যোগ দেন। কনভেনশনে
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, ইউএসএ ইনক এর সভাপতি, বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, আইন বিশেষজ্ঞ, সফল সংগঠক ও বিশ্ব মানবাধিকার নেতা ড. রফিকুল ইসলাম কে সম্মানসূচক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাঁকে অ্যাওয়ার্ড তুলে দেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা সহ অন্যান্য অতিথিবৃন্দ। দিবসটি এই কিংবদন্তির শুভ জন্মদিন হওয়ায় সতীর্থ ও পরিবারের সদস্যরা মঞ্চে কেক কাটেন। এদিকে সংগঠনের পক্ষ থেকে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে সনদ প্রদান করা হয়।
তরিকুল হোসেন বাদল, মারুফ খন্দকার ও আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং
ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্বে জনপ্রিয় ও প্রাচীন সংবাদপত্র 'ঠিকানা'র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন। প্রধান অতিথি বলেন, মানুষ জন্মের পর যে অধিকার জন্মায়, তা হলো মৌলিক অধিকার ও মানবাধিকার।
ড. রফিকুল ইসলাম তাঁর ভাষণে বলেন, আমি দেশমাতৃকা ও বিশ্বমানবতার জন্য আমার পরিশ্রম ও জীবন উৎসর্গ করেছি। আমি সকলের দোয়া চাই। আরও বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম ও উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা।
সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর বাংলার চিত্রনায়িকা মৌসুমি ও শাহনুর অনবদ্য পারফর্মেন্স করেন। এছাড়া উত্তর আমেরিকার জনপ্রিয় গায়ক ও গায়িকারা মঞ্চ দাপিয়ে দর্শকদের মন জয় করে। সাংস্কৃতিক পর্ব পরিচালনায় ছিলেন প্রখ্যাত গায়িকা রেশমি মির্জা। পরিশেষে দর্শক র্যাফেল ড্র এবং নৈশভোজের আয়োজন করা হয়।