নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিশেষ টাস্কফোর্স কমিটি ২৫ অক্টোবর শুক্রবার সকালে কুষ্টিয়ার পৌর বাজারে অভিযান পরিচালনা করেছে। মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংর¶ণ করতে নির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি।
অভিযান চলাকালে রবিউলের মুরগীর দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার এবং সওদাগর ভান্ডারকে পেঁয়াজের মূল্যে কারসাজি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দীন, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক
সুচন্দন মন্ডল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা ফুড টেকনোলজিস্ট প্রবোধ কুমার পাল এবং শি¶ার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।