• আপডেট টাইম : 24/10/2024 03:24 PM
  • 6 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

 

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্যাতনে নিহত হন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে অন্তরবর্তীকালীন সরকার।৩৪ অক্টোবর বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধের কথা জানানো হয়েছে।

এনিয়ে ২৪ অক্টোকর বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোড়ে আবরার ফহাদের বাড়িতে গেলে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে কথা বলেন তার মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, এখন পর্যন্ত আমার ছেলে হত্যার পূর্নাঙ্গ বিচার পাইনি। বিচার কিছুটা হয়েছে। হত্যার সাথে ছাত্রলীগের নেতা-কর্মীসহ আরো যারা জড়িত ছিল তাদের আসামি করা হয়নি। ছাত্রলীগকে নিষিদ্ধ করার সাথে সাথে আমি জোর দাবি জানাবো আমার ছেলে আবরার ফাহাদ হত্যাকান্ডে যারা জড়িত আর প্রশাসনে যারা জড়িত ছিল সুষ্ঠ তদন্ত করে তাদের বিচারের আওতায় নিয়ে এসে দ্রæত বিচার কার্যকর করা হোক।

আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, আবরার হত্যার দীর্ঘ ৫ বছর পার হয়ে ৬ বছরে পড়েছ্।ে গতরাতে (বুধবার রাতে) নিউজে দেখেিেছ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। স্বৈরাচার শাসন আমলে ক্ষমতায় থেকে ছাত্রলীগের দুঃশাসন ও দুঃসাহস না থাকতো তাাহলে এতটা বিপদজনক হতো না, আর ওই রাত্রে আমার ছেলেকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করতে পারতো না। তিনি ছেলে হত্যার বিচার অবিলম্বে কার্যকর করার দাবি জানান।

উল্লেখ্য বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডে সেসময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...