• আপডেট টাইম : 22/10/2024 04:10 PM
  • 9 বার পঠিত
  • আরওয়াজ প্রতিবেদক, লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।


১৮ অক্টোবর শুক্রবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম।


ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।


একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।


এ সংক্রান্ত বার্তায় জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...