• আপডেট টাইম : 14/10/2024 01:20 PM
  • 30 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, লালমনির হাট
  • sramikawaz.com

 

লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গো কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

১৩ অক্টোবর রোববার দিবাগত রাত ১২টার দিকে তিস্তা টোল প্লাজা থেকে ওই কার্গো কাভার্ড ভ্যান ও ভারতীয় কাপড় জব্দ করা হয়।

১৪ অক্টোবর সোমবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সংবাদমাধ্যমকে জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির অধীন গংগারহাট বিওপি কমান্ডার জানতে পারেন যে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬ ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল বহন করছে। যার প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহলদল লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। এরপর রাত আনুমানিক  ৯ টার পর কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহলদল সেটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক গাড়ীটি না থামিয়ে চলে যায়। সে সময় বিজিবির টহলদল গাড়িটির পিছু নেয়। পরে রাত ১২ টার দিকে তিস্তা টোল প্লাজায় পৌঁছালে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় তারা।

আটককৃত কাভার্ড ভ্যানটিকে ১৫ বিজিবি কার্যালয়ে এনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১৪৬৬ পিস ভারতীয় বেশি দামের শাড়ি, ১০০০টি প্যান্ট পিস এবং ১৪৭৯ টি পাঞ্জাবি জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক  মূল্য ৩ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ জানান, জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

টিসি/জেডএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...