• আপডেট টাইম : 07/10/2024 01:43 PM
  • 37 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুদক সমšি^ত জেলা কার্যালয় কুষ্টিয়ার নবাগত উপ-পরিচালক ময়নুল হাসান রওশনী।

০৬ অক্টোবর রোববার বিকাল ৪টায় দুর্নীতি দমন কমিশন সমšি^ত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সভাক ক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমšি^ত কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।


উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি (শাকিল), দৌলতপুর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো; আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।


মতবিনিময়কালে জেলার নবাগত উপ-পরিচালক ময়নুল হাসান রওশনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সকর উপজেলা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা তৈরীতে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনে আর্থিক সহায়তা প্রদানকরা বিদ্যালয় সমূহ মনিটরিং সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আন্তরিক ভুমিকা পালনের আহবান জানান।

পরে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক সহ সদস্যরা নবাগত উপ পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...