• আপডেট টাইম : 07/10/2024 01:37 PM
  • 33 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , দৌলতপুর( কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ৫ বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীর নির্মম নির্যাতন নিহত হন আবরার ফাহাদ।

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার। ০৭ অক্টোবর সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরারের বাড়িতে গেলে মা রোকেয়া খাতুন কান্নায় ভেঙ্গে পড়েন।

বাড়িতে তিনি একাই ছিলেন। আবরারের একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে যন্ত্র কৌশলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আবরার ফাহাদের মৃত্যবার্ষিকীতে বুয়েটের অনুষ্ঠানে যোগ দিতে তার বাবা বরকত উল্লাহ ঢাকায় অবস্থান করছেন। অশ্রশিক্ত নয়নে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, এইদিন সকালে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। বিকেলে বুয়েটে পৌছায়। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে রাতভর নির্যাতন করে হত্যা করে। আবারারের স্মৃতি আকড়ে বলেন, এগুলো ছেলের। যতে রেখেছি আজও। ছেলের আম্মু আম্মু ডাক এখনও কানে বাজে। ভুলতে পারি না। কিভাবে ভুলবো। এই সন্তানকে ভোলার নয়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মনে হলেই শিউরে উঠি।

হত্যা মামলার রায় হয়েছে। আসামিদের ফাঁসির আদেশ হয়েছে। কেউ কেউ পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার এবং আসামিদের দ্রুত ফাঁসি কার্যকের জোর দাবি জানান আবরার ফাহাদো মা রোকেয়া খাতুন।

দিবসটি উপলক্ষে আজ সকালে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ায় তার কবরস্থানে দোয়া করেন মা রোকেয়া খাতুন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...