• আপডেট টাইম : 03/10/2024 01:26 PM
  • 122 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর কলেজে গত ১৫দিনে ৩ বার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ ০৩ অক্টোম্বর দুপুরে বৃহস্পতিবার পূর্বের ম্যানেজিং কমিটি পরিবর্তন করে দৌলতপুর কলেজে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বা¯ক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ^বিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমুহে গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের অর্থাৎ দৌলতপুর কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মো. আজিজুল হকের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদচ্ছলে সভাপতি হিসেবে মোহা. আলতাফ হোসেন এবং বিদ্যোৎসাহী মো. ফজলুর রহমানের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদচ্ছলে বিদ্যোৎসাহী সদস্য মোহা. আলাউদ্দিন কে মনোনয়ন দেয়া হলো। অত্র এডহক কমিটির মেয়াদকাল আগামী ১৬ মার্চ ২০২৫ পর্যন্ত। এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এরআগে সর্ব প্রথমে এডহক কমিটির সভাপতি মো. আমানুল হককে একইভাবে পরিবর্তন করে সভাপতি করা হয় তারই ছোট ভাই মো. আজিজুল হককে এবং বিদ্যোৎশাহী করা হয় মো. ফজলুর রহমানকে। গত ১৫দিনে ৩বার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটি গঠন ও পরিবর্তন নিয়ে কলেজের শিক্ষক ও অভিভাবক মহলে মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...