• আপডেট টাইম : 27/09/2024 01:11 PM
  • 215 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলাম। বুধবার দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৌলতপুর কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত থাকায় কলেজের প্রশাসনিক কার্যক্রম ও গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণে সমস্যার সৃষ্টি হওয়ায় দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ জরুরী সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেন। দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. আমিরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পেয়ে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি অধ্যক্ষের দায়িত্ব বুঝে নেন। এসময় দৌলতপুর কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে দৌলতপুর কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময সভার আয়োজন করা হয়।


দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. নজরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রধান মো. রফিজ উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো. মাহফুজুল আলম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক স. ম. মরওয়ার, অর্থনীতি বিভাগের প্রধান আলমগীর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাসেম, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান মিথিলা ইয়াসমিন, কারিগরি বিভাগের প্রভাষক নাহিদা আক্তার, ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলম ও অফিস সহকারী মো. মনিরুল ইসলাম।

মতবিনিময় সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম। মতবিনিময় সভা শেষে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসাথে আল আমিনের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...