• আপডেট টাইম : 26/09/2024 04:19 AM
  • 100 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় পোশাক শ্রমিক পরিবহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা যায়, প্রতিদিনের মতো কর্মী পরিবহনের একটি বাস তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামে গার্মেন্টস কর্মীদের নিয়ে যাচ্ছিল। পথে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় বাসটি পৌঁছালে আরিচাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক মারা যায়।

আহত অবস্থায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, সকালের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...