• আপডেট টাইম : 11/09/2024 07:04 PM
  • 32 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন বিগবস নামের একটি কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। আগুন নিয়ন্ত্রণে যাওয়া সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

১১ সেপ্টেম্বর বু ধবার দুপুরে কাশিমপুরের ভবানীপুর এলাকার ওই কারখানায় আগুন দেয় বেক্সিমকোর বিক্ষুব্ধ শ্রমিকরা।


স্থানীয়রা জানায়, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকোর শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে বেক্সিমকোর বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের বিগবস করপোরেশনের শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। ওই কারখানার শ্রমিকরা বেক্সিমকো শ্রমিকদের আহ্বানে সাড়া না দেওয়ায় ওই কারখানায় হামলা চালায়। এক পর্যায়ে তারা কারখানার ঝুট ও কেমিক্যাল গুদামে আগুন ধরিয়ে দেয়। বিকাল ৫টা পর্যন্ত ওই গুদামে আগুন জ্বলছিল।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। পরে কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সুত্র ,জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...