সারা দেশের ন্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা। ২৬ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টায় ইসলামী
বিশ্ববিদ্যালয় থানা সংলগ্ন এলাকায় জন্মাষ্টমীর পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ইবি’র সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বন্যার কারণে এবছর
স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়।