• আপডেট টাইম : 01/08/2024 12:11 PM
  • 66 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্দ্ধ-১৭) মথুরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

৩১ জুলাই বুধবার বিকেল সোয়া ৬টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে খেলা ড্র হলে ট্রাইবেকারে হোগবাড়িয়া ইউনিয়নকে হারিয়ে মথুরাপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। দৌলতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলাম ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দৌলতপুর উপজেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...