‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও মৎস্য খামারী মো. মজিবর রহমান। এসময় বক্তারা মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ। আলাচনা শেষে দৌলতপুরের ৩ জন শ্রেষ্ঠ মৎস্য খামারীর মাঝে পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দৌলতপুর উপজেল প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।