কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদকসহ আজিজুল ইসলাম (৩৬) নামে একজন মাদক বিক্রেতা আটক হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৫.৪০টায় জেলার মিরপুর উপজেলার ঢেপাহাটি গ্রামে অভিযান চালিয়ে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত মাদার মল্লিকের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মিরপুর উপজেলার ঢেপাহাটি গ্রামে অভিযান চালায়। এসময় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আজিজুল ইসলামকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আজিজুল ইসলাম লোক চক্ষুর অন্তরালে জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিঞ্জাসাবাদে সে জানিয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।