কুষ্টিয়ায় কোটাবিরোধীদের আন্দোলনের মদদদাতা ও রাজপথে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানর ও প্রজন্ম।
শনিবার ১৩ জুলাই বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের পাঁচ রাস্তার মোড় বঙ্গবন্ধু চত্বরে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়া জেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি মো. হাবিবুর রহমান মালিথার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সাধারন সম্পাদক মো. শুভীন আকতার, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মাহাবুব হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মাগফেরাতুন নাহার ও কুষ্টিয়া শহর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সাধারন সম্পাদক শহীদী আলম রতন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা মুলত জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যতক্ষন না পর্যন্ত কোটা আন্দোলনকারীরা তাদের অযৌক্তিক কোটাকিরোধী আন্দোলন থেকে বিরত না হবে ততক্ষন আমাদের আন্দোলন চলবে।