• আপডেট টাইম : 11/07/2024 02:57 PM
  • 204 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com

পণ্য রপ্তানিতে সরকার প্রদেয় প্রণোদনা কর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের প্রণোদনার হার বহাল এবং প্রণোদনার অর্থ দিয়ে বর্তমান উর্ধ্বমূল্যের বাজারের সাথে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা বা ভর্তুকি দিয়ে শ্রমিকদের জন্য পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

১১ জুলাই বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে ফেডারেশনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের নগদ সহায়তা কমিয়ে গত ৩০ জুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তৈরি পোশাক, চামড়া, পাট, কৃষিসহ ৪৩ খাতে নগদ সহায়তা কমবে রপ্তানিকারকদের। গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে প্রণোদনা হ্রাসের এ সিদ্ধান্ত জানানো হয়।


তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান সংকটের সময়ে প্রণোদনা হ্রাসের এই সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে আমরা মনে করি। দুই দফায় প্রণোদনা কর্তনের ফলে আগামী দিনগুলোতে রপ্তানি কমে যাবার আশঙ্কা রয়েছে। রপ্তানি কমে গেলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে, কর্ম হারাবে হাজারো পোশাক শ্রমিক। তাই অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংকের জারি করা এই সার্কুলার নং—১২ প্রত্যাহার করে নগদ প্রণোদনা আগের অবস্থায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, ছেলেমেয়ের লেখাপড়াসহ জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে বৃদ্ধি পাওয়া, শ্রমিক শ্রেণির জীবনযাপনে সামাজিক মূল্যবোধ ধরে রাখতে না পারা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের অনুপস্থিতির পরিণতির ফলে সকল শ্রমিকেরা আজ তাদের মৌলিক ন্যায্য অধিকার হতে বঞ্চিত। বৈষম্য দূর করার লক্ষ্যে সরকার প্রদেয় প্রণোদনা কর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের প্রণোদনার হার বহাল রেখে প্রণোদনার অর্থ দিয়ে বর্তমান উর্ধ্বমূল্যের বাজারের সাথে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা করা বা ভর্তুকি দিয়ে শ্রমিকদের জন্য পুলিশী রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মোসা. সাবিনা, রুমা, মো. আশরাফ, লিমা সহ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...