• আপডেট টাইম : 06/07/2024 08:26 AM
  • 168 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলবীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে উপস্থিত কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন।

২০২৩-২৪ অর্থবছরে ২০২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর আওতায় ১ হাজার ২২০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ২৬ কেজি ইউরিয়া সার, ৫০ কেজি ডিএপি সার, ৫০ কেজি এমওপি সার, হাইব্রিড তুলার বীজ ও বালাইনাশক বিতরণ করা হয়।

জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি উকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...